আপনার ফেসবুক আইডিতে কেউ স্ক্রিনশট, স্ক্রিনরেকর্ড ও ছবি ডাউনলোড করতে পারবে না।

 

আপনার ফেসবুক আইডিতে কেউ স্ক্রিনশট, স্ক্রিনরেকর্ড ও ছবি ডাউনলোড করতে পারবে না
 
বর্তমান বিশ্বে সামাজিক য্গোযোগ মাধ্যম গুলির মধ্যে সবচাইতে জনপ্রিয় হলো     ফেসবুক।এমন কম মানুষই খুজে পাওয়া যাবে যারা ফেসবুক ব্যবহার করেন না। ফেসবুকের মাধ্যরমেই আমরা অমাদের ভালোলাগা, মন্দলাগা অনুভুতি গুলি লিখে শেয়ার করার পাশাপাশি বিভিন্ন ছবি, ভিডিও শেয়ার করে থাকি। এসকল ছবি ভিডিও শেয়ার করলেও আমরা অনেকেই চাই আমাদের আপলোড করা ছবি ভিডিও গুলি যেন কেই স্ক্রিনশট, স্ক্রিনরেকর্ড ডাউনলোড করে না রাখতে পারে।

তাছারাও অনেকে ফেক আইডি খুলে মানুষকে বিভ্রান্ত করার জন্য অন্যের আইডি থেকে ছবি ভিডিও নিয়ে ইডিট করে আপত্তিকর ভাবে সেই সব ছবি ভিডিও প্রকাশ করে যা সাধারন মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়।কিন্তু আপনি যদি আপনার ফেসবুক আইডিতে ছোট একটা সেটিং করে রাখেন তাহলে কেউ আর আপনার আইডিতে স্ক্রিনশট, স্ক্রিনরেকর্ড ছবি ডাউনলোড করতে পারবে না।তাই আজ জানবো কি করলে কেউ আর আপনার ফেসবুক আইডিতে স্ক্রিনশট, স্ক্রিনরেকর্ড ছবি ডাউনলোড করতে পারবে না।
 
আপনার ফেসবুক আইডিতে আর কেউ যেন স্ক্রিনশট, স্ক্রিনরেকর্ড ছবি ডাউনলোড না করতে পারে তার জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক আইডিটি অপেন করে নিতে হবে। আপনার ফেসবুক আইডিটি যদি লক করা থাকে তাহলে আনলক করে নিন। কারন লক করা অবস্থায় আপনার আইডিতে স্ক্রিনশট, স্ক্রিনরেকর্ড ছবি ডাউনলোড বন্ধ করার অপশানটি চালু করা যাবে না। 

এরপর আপনি আপনার ফেসবুকের প্রফাইলে প্রবেশ করুন। আপনি আপনার ফেসবুকের প্রফাইলে প্রবেশ করার পর আপনার ফেসবুকের প্রফাইল পিকচারের উপর কিছুক্ষন (২-৩সেকেন্ড) ট্যাব করে ধরে রাখলে নিচের ছবির মত

কিছু অপশান দেখাবে  সেখান থেকে turn on the profile picture guard ক্লিক করুন। ক্লিক করা হলে নিচের ছবির মত

নতুন একটা পেজ অপেন হবে এখানে আপনি next অপশানএ ক্লিক করে পরবর্তিতে নিচের ছবির মত


পেজ অপেন হলে save করে দিন। তাহলেই এখন থেকে কেউ আর আপনার ফেসবুক আইডিতে কেউ স্ক্রিনশট, স্ক্রিনরেকর্ড ছবি ডাউনলোড করতে পারবে না। এখন আপনি আপনার প্রয়োজন মাফিক পুনরায় ফেসবুক লক করে নিতে পারেন।

আরো যা যা পড়তে পারেনঃ

 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url